মাহবুবুজ্জামান সেতু,মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় এসএসসি পরীক্ষার দুইটি কেন্দ্র বাতিল করেছে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ । বাতিল হওয়া কেন্দ্র দু’টি হলো উপজেলার চকউলী বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ ও জোতবাজার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র। ২০২৩ সালের অনলাইনে প্রকাশিত এসএসসি পরীক্ষার কেন্দ্র অনুযায়ী বিদ্যালয়ের তালিকায় এ দু’টি কেন্দ্রের নাম নেই।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রতি বছর থানার ৭৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় চার হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিতো ৮টি কেন্দ্রে। কিন্তু চলতি বছর থেকে ওই দুই কেন্দ্রের শিক্ষার্থীরা এই ৬টি কেন্দ্রে পরীক্ষা দেবেন। কেন্দ্র গুলো হলো, মান্দা শ্যামচাঁদ (এস.সি) মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ, কয়াপাড়া কামারকুড়ি (কে.কে) উচ্চ বিদ্যালয়, মান্দা থানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সাহাপুর ঢোলপুকুড়িয়া এলাকা (ডি.এ)উচ্চ বিদ্যালয়, কালিকাপুর চক কালিকাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং গোটগাড়ী শহীদ মামুন সরকারি স্কুল এন্ড কলেজ।
জোতবাজার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান বলেন, কেন আমার প্রতিষ্ঠানকে কেন্দ্র থেকে বাতিল করা হলো তা আমার জানা নেই। এমনকি বোর্ড থেকে কোন চিঠিও আমাকে দেওয়া হয়নি।
এবিষয়ে জানার জন্য চকউলী বহুমুখী হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাঃ নজরুল ইসলাম প্রাং এর মুঠোফোনে একাধিক বার কল দিলেও সেটি বন্ধ থাকায় তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এবিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, মন্ত্রণালয় থেকে কেন্দ্রের কথা বলা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার পাঠানো প্রতিবেদনের উপর ভিত্তি করে জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিস ও বোর্ডের প্রতিনিধির সমন্বয়ে মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্র দু’টি বাতিল করা হয়।
মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ বলেন, বিষয়টি শুনেছি। তবে এখনো কোন চিঠি পাইনি। এ সপ্তাহে অথবা পরীক্ষার আগে এতদসংক্রান্ত কোন চিঠি পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এবিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, এটা নিয়ে একটি মিটিং হয়েছে। তার কারণে কেন্দ্র দুটি বাতিল হতে পারে। তবে এখনও আমার কাছে কোন চিঠি আসেনি বা কেন্দ্রের তালিকাও আসেনি।