স্পোর্টস রিপোর্টার :শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৫ এর ২০২৪ এ বিজয়ী হয়েছে রংপুর বিভাগ। সাথে সর্বোচ্চ গোলদাতা, ম্যান এফ ম্যাচ,ম্যান অফ দ্য টুর্নামেন্ট একাই ভাগিয়ে নিয়েছে, রংপুর বিভাগের, মিনহারুল ইসলাম।
আজ সকালে রাজধানীর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে সিলেটকে ২-১ গোলে হারিয়েছে দেশ সেরার গৌরব অর্জন করেছে দলটি।
গতকাল ম্যাচে ১জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হলে আর অন্য কোন খেলোয়াড় না থাকায় শুরু থেকে ১০ জন নিয়ে খেলতে নামে রংপুর। দারুন নৈপূন্য খেলে সিলেটের বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নেয় রংপুর বিভাগ।
আজ সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব কামাল আহমেদ মজুমদার।
এসময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আ ন ম তরিকুল ইসলামসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।