রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জে ডিবি পুলিশ অভিযান চালিয়ে একশত পনের পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে ।
বৃহস্পতিবার (২১ মার্চ) পৌরসভার ১নং ওয়ার্ড রাকুয়াইল তিন রাস্তার মোড় সংলগ্ন নজরুল ইসলামের চায়ের দোকনের সামনে অভিযান পরিচালনা করে একশত পনের পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে ।
আটক জয় পোদ্দার (৩০) বত্রিশ মুক্তি স্বরণী এলাকার পিতা- বলরাম পুদ্দার।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা রাকুয়াইল নজরুল ইসলামের চায়ের দোকনের সামনে পাকা অভিযান পরিচালনা করে একশত পনের পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে তাকে আটক করে।
তার বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।