সিলেট অফিস: সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলোছেন, শ্রীভূমি সিলেটের পর্যটনে ঢেলে সাজাতে সকলের সম্মিলিত সহযোগিতার প্রয়োজন।
যুগের সাথে তাল মিলিয়ে মানুষের রুচির পরিবর্তন হয়েছে। এখনকার মানুষ ভ্রমণপ্রিয়। মানুষের এ রুচিবোধের প্রয়োজনে সারা দেশের ন্যায় সিলেটের পর্যটন স্পটগুলোকে আরো আধুনিকায়ন করতে হবে।
তিনি বলেন, সিলেট শহরতলীর খাদিম নগরে প্রথিতযশা চিকিৎসক ডাঃ জাকারিয়া কতৃক প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম রিসোর্ট জাকারিয়া সিটি সময়ের প্রয়োজনে এক্সেলসিয়র সিলেটে পরিনত হয়েছে।
ভ্রমণ প্রিয় মানুষের প্রিয় স্হান এক্সেলসিয়র সিলেট আরো আধুনিক করতে অনেক কাজ করতে হবে।তিনি যুক্তরাজ্য প্রবাসী জিলু মিয়া, শাহ মাসুকুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ রিসোর্টের বর্তমান কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান পরিচালনা কমিটি প্রবীন চিকিৎসক ডাঃ জাকারিয়া হোসেনকে সাথে নিয়ে নতুন রুপে এক্সেলসিয়র কে গড়ে তুলতে সক্ষম হবেন।
এতে করে সিলেটি প্রবাসীদের বিনোদনের পথ আরো প্রশস্ত হবে এবং প্রবাসীরা এরকম বিনিয়োগে আরো আগ্রহী হবেন।
তিনি এ রিসোর্টের আধুনিকায়নে স্হানীয় কাউন্সিলর সহ সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানান।
তিনি শুক্রবার বিকেলে শহরতলীর খাদিম নগরস্থ এক্সেলসিয়র সিলেট হোটেল এন্ড রিসোর্ট পরিদর্শন শেষে উপস্থিত সকলের উদ্দেশ্যে এসব কথা বলেন।
এসময় ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, এক্সেলসিয়র সিলেট হোটেল এন্ড রিসোর্টের প্রতিষ্ঠাতা ডাঃ জাকারিয়া হোসেনসহ রিসোর্টের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।