নিজস্ব প্রতিনিধি :
পটুয়াখালী জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোঃ নূর কুতুবুল আলমকে পদায়ন করা হয়েছে।
পটুয়াখালীর বর্তমান জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলামকে বিদুৎ বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
রোববার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-০২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি সাক্ষরিত প্রজ্ঞাপনের এতথ্য নিশ্চিত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় পরাপর ২০ জেলায় মাঠ প্রশাসনের সর্বোচ্চ পদ জেলা প্রশাসক পদে রদবল করে প্রজ্ঞাপন জারি করে।
মোঃ নূর কুতুবুল আলম ইতিপূর্বে মাঠ প্রশাসনে পাটগ্রাম উপজেলা নির্বাহি অফিসার, ঠাকুরগাঁ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং স্থানীয় সরকার উপ-পরিচালকের দায়িত্বও পালন করেছেন।