ভারতের শ্রীনগর থেকে প্রণব রায় চৌধুরী :
গতকাল গভীর রাতে থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক জি- ২০ সম্মেলন। এই সভায় যোগ দিতে ইতিমধ্যেই ভারতে এসেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। কঠোর নিরাপত্তা ও আকাশপথে ড্রোন হেলিকপ্টার থেকে কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে ভারতের সামরিক বাহিনীর সদস্যরা। এদিন একএক করে মোট ২০টি রাষ্ট্রের প্রধান উপস্থিত হয়েছেন। এর মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং সৌদি আরবের বাদশাহ মহম্মদ বিন সালমান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এবং চীনের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ রয়েছেন। এই সম্মেলনে তারা নিজেদের মধ্যে শান্তি, সংহতি, কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক ও বানিজ্যিক বিষয়ক নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন। আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন নিয়ে বৈঠক হয়। সেখানে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বানিজ্যিক এবং দুই দেশের বিভিন্ন বন্ধুত্বপূর্ণ স্হাপন নিয়ে কথা হয়। সেই সঙ্গে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন আরও মজবুত করার জন্যও আলোচনা হয়। তিনদিনের জি-২০ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের শ্রীনগরে। ভারতের যে অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত জম্মু ও কাশ্মীর তা বিশ্বের নেতাদের কাছে তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই শ্রীনগরকে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। আকাশ থেকে ড্রোনের নজরদারি চলছে সম্মেলনকে ঘিরে। এই সম্মেলন চলবে তিনদিন।।