ধামরাই( ঢাকা) প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ‘সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সাপোর্ট ‘সংস্থার পক্ষ থেকে ২০ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার(৭ আগষ্ট) বিকেলে বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেনের বাড়িতে এই সেলাই মেশিন বিতরণ করা হয় ।
উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন ‘ সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সাপোর্ট ‘ সংস্থার পক্ষ থেকে যাদবপুর গ্রামের ২০ টি অসহায় ও দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলতে ২০ টি সেলাই মেশিন বিতরণ করেন। শুধু তাই নয় মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন বিভিন্ন সময়ে যাদবপুর এলাকাসহ আশপাশের এলাকায়ও এই অনুদান দিয়ে থাকেন।
সেলাই মেশিন বিতরণের সময় ‘সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সাপোর্ট’ এর আঞ্চলিক প্রধান ড. মোহাম্মদ ছাবরি রজব আলী খান উপস্থিত ছিলেন।
পূর্বেও মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন এলাকার মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা, শীতের সময় শীতবস্ত্র, ইফতার সামগ্রী দিয়ে মানবতার হাত বাড়িয়ে দেন।
বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন বলেন, আমি যতটুকু পারি চেষ্টা করে থাকি এলাকার মানুষের পাশে দাড়ানোর জন্য। এই সেবার কাজ সব সময় অব্যাহত থাকবে। তিনি সমাজের বিত্তবানদেরকে অসহায় ও দরিদ্রদের পাশে থাকার আহবান জানান।