এইচ এম বাবলু, বাউফল প্রতিনিধি :
বাউফল প্রেসক্লাবের দ্বিতীয় ভাগে দায়িত্ব নিবেন কামরুজ্জামান বাচ্চু সভাপতি এবং আরেফিন সহিদ সাধারণ সম্পাদক হিসেবে। বাউফল প্রেসক্লাবের দ্বিতীয় মেয়াদে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের কার্যকাল হিসাবে বিবেচিত হবে।
এর আগে অধ্যাপক আমিরুল ইসলাম সভাপতি ও কৃঞ্চ কর্মকার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তাদের কার্যকাল ছিল ১ জানুয়ারী থেকে ৩০ জুন পর্যন্ত।
গত বছর ৩০ ডিসেম্বর বাউফল প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সমান সংখ্যক ভোট পাওয়ায় নির্বাচন কমিশন সভাপতি ও সম্পাদক পদে ৬ মাস করে কার্যকাল ভাগ করে দেন।
এ বিষয়ে কামরুজ্জামান বাচ্চু বলেন, তিনি দায়িত্বভার গ্রহণ কালে বাউফল প্রেসক্লাবের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোন কাজ তিনি করবেন না। আমি সংবিধানের আলোকে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করব বলে তিনি বলেন।এবং তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন, বাউফল প্রেসক্লাবের উন্নয়নের যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি।