দাউদকান্দি সংবাদদাতা : কুমিল্লা জেলার দাউদকান্দি পৌরসভার জনগণের নাগরিক সুবিধা দিতে জনকল্যাণমুখী বাজেট ঘোষণা, আজ রবিবার দুপুর ১২ ঘটিকায় পৌরসভার সভাকক্ষে এই বাজেট ঘোষণা করেন। পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন বাজেট ঘোষনা অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে বাজেট ঘোষণা করেন । ২০২৩-২০২৪ অর্থবছরে বাজেট ঘোষণায় সার্বিক রাজস্ব এবং উন্নয়ন মোট বাজেট আয় ধরা হয়েছে ৩৯ কোটি ৭২ লাখ ৬২ হাজার ৩৭৯ টাকা।
এতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৬ কোটি ৩৭ লাখ ৭৫ হাজার টাকা, সমাপ্তির জের দেখানো হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৮৭ হাজার ৩৭৯ টাকা। সভায় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী প্রকৌশলী এইচ এম কামরুজ্জামান,হিসাব রক্ষক মোঃ শাহাদাত হোসেন সরকার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল কাদের,উপ-সহকারী প্রকৌশলী জেবিন সুলতানা,কার্য-সহকারী মোঃ আঃ আহাদ, সেনেটারী ইন্সপেক্টর কামরুজ্জামান,প্যানেল মেয়র এনামুল হক সরকার,প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব,প্যানেল মেয়র নুরুন্নাহার খন্দকার, কাউন্সিলর আব্দুল হক মীর, কাউন্সিলর ইঞ্জিনিয়ার খন্দকার বিল্লাল হোসেন( সুমন) কাউন্সিলর সালাউদ্দিন সরকার, কাউন্সিলর দেলোয়ার প্রধান, কাউন্সিলর শামীম মিঞা, সংরক্ষিত কাউন্সিলর লাভলী আক্তারসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সম্মানিত ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।