নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর বঙ্গবাজারে বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতিনিধি দলকে গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌজন্য সাক্ষাতের জন্যে মঙ্গলবার তাদের গণভবনে ডাক দেন তিনি।
এর আগে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারী এবং দোকান মালিকদের জন্য ৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। তার মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া এ তথ্য জানান।
ইতিমধ্যে তাদের মোবাইল ফোনে টাকা পৌঁছে গেছে বলে জানান তিনি।
গত ৪ এপ্রিল সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সর্বশেষ ৪৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর মধ্যে বঙ্গবাজারের বেশ কয়েকটি মার্কেট আগুনে পুড়ে যায়। আগুনে অনেক ব্যবসায়ী সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে যায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৭০০ কোটি টাকা থোক বরাদ্দ চায় বাংলাদেশ দোকান মালিক সমিতি।
সমিতির সভাপতি হেলাল উদ্দিন ও মহাসচিব জহিরুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তিনটি দাবি করা হয়:
১. প্রধানমন্ত্রীর কাছ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ৭০০ কোটি টাকা থোক বরাদ্দ।
২. তদন্ত কমিটি গঠন করে ঘটনার সুষ্ঠু তদন্ত।
৩. ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে নিজ নিজ দোকান ফিরে পান, সে ব্যবস্থা গ্রহণ।
এসব দাবির পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীদের ৯ কোটি টাকা ক্ষতিপূরণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্তব্য