পল্লী নিউজ ডেক্স: রিপোর্ট :
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন,চাকুরী নিয়মিত করা, বেতন-ভাতা, শুক্র-শনিবার ছুটিসহ বৈষম্য দূরীকরণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর কর্মকর্তা-কর্মচারীরা।
দেশব্যাপী কর্মবিরতির অংশ হিসেবে মঙ্গলবার(৭মে) সকাল ৯টায় দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেছে কয়েক শতাধিক কর্মকর্তা-কর্মচারী।কর্মবিরতিতে বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে সব ধরনের দাপ্তরিক কাজ বন্ধ রাখা হয়।
আন্দোলনকারীরা জানান,বঙ্গবন্ধুর সোনার বাংলায় বৈষম্যের স্থান নাই।আমাদের দাবি নিয়মিত চাকুরী চাই।পদ-পদবী ও পদমর্যদার বৈষম্য দূরীকরণ, চুক্তিভিত্তিক নিয়োগকে স্থায়ী করা, পদোন্নতির সুযোগ রাখা,নির্দিষ্ট সময়ের পর বেতন স্কেল বৃদ্ধি করা, চিকিৎসা ভাতাসহ সরকার কর্তৃক ঘোষিত বিভিন্ন বেতন-ভাতা প্রদান করা,ছুটি ভোগের সুবিধা, ৫% বিশেষ প্রণোদনা প্রদানের দাবি জানান আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা।
তারা আরো জানান,অনিয়মের বিষয়ে কথা বললে চাকুরীচ্যুত করা হচ্ছে অনেককে।দীর্ঘদিন ধরে চলা এসব শোষণ,নির্যাতন-নিপীড়ন,বৈষম্য বন্ধ করতে হবে।দাবি আদায় না হলে বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের দাপ্তরিক কাজ বন্ধ রাখা হবে।
মন্তব্য