নিজস্ব সংবাদদাতা : শনিবার ২৭ শে রমজান পুরান ঢাকার নবাববাড়ি পুকুর পাড় এলাকায় এক ব্যতিক্রমী ইফতারের আয়োজন করে ভালবাসার মঞ্চ নামে একটি সামাজিক সংগঠন।
আয়োজক খাজা ওয়ায়েজ বলেন আমরা প্রতি বছরের ন্যায় এ বছরেও মুসাফির, ধনী-গরীব ভেদাভেদ ভূলে সবাইকে নিয়ে এক সাথে ইফতার করার আয়োজন করে থাকি। খাজা ইশরাক বলেন আমাদের ভালবাসা মঞ্চ করোনা মহামারীর সময়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে প্রয়োজনীয় সামগ্রী দিয়েছি।
এ ছাড়াও ঈদের সময়ে ঈদ উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করে থাকি।হাজী বাবুল বলেন ভালবাসার মঞ্চ হচ্ছে মানুষের পাশে থেকে সুখে দুঃখে সাহায্য সহযোগিতা করা।
প্রায় দুই শতাধিক মানুষকে নিয়ে ইফতার আয়োজন করে সংগঠনটি ।
এসময়ে উপস্থিত ছিলেন খাজা ওয়ায়েজ, খাজা কাইয়ূম,খাজা ইশরাক,সাংবাদিক নেতা মো : মোস্তাফিজুর রহমান মোস্তাক, ৩৫.৩৬.৩৭ মহিলা ওয়ার্ড কাউন্সিলার সুরাইয়া বেগম, ইমরান, সুমন সরকার,খাজা মুসা,সহ অনেকে । ইফতার আইটেম ছিলো খেজুর,শরবত, সমুচা,বেগুনী,ছোলা বুট,জিলাপী,রোল ইত্যাদি।
মন্তব্য