রাজিবুল হক সিদ্দিকী ,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জে র্যাব-১৪ অভিযান চালিয়ে কিশোরগঞ্জ স্টেশন ও গচিহাটা স্টেশন এলাকায় অভিযান চালিয়ে দুই টিকেট কালোবাজারীকে আটক করেছে।
বুধবার (৩ এপ্রিল ) দুপুরে কটিয়াদী থানার গচিহাটা রেলওয়ে স্টেশন এলাকা হতে ৪২টি আসনের ১১টি অগ্রীম ট্রেনের টিকেটসহ তাদের আটক করা হয় ।
আটক রহমত উল্লাহ(২৯) কটিয়াদি থানার ফুলবাড়িয়া গ্রামের কাছুম আলী পুত্র মোঃ মোখলেছ ভূইয়া(২০) কটিয়াদি থানার সহশ্রাম গ্রামের কাজল ভূইয়ার পুত্র।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মোঃ আশরাফুল কবির জানান, পবিত্র ঈদ উপলক্ষে একটি টিকিট কালো বাজারী চক্র কিশোরগঞ্জ ও কটিয়াদী গচিহাটা রেলওয়ে ষ্টেশনের আশপাশের এলাকায় ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টার থেকে অগ্রীম ক্রয় করে অবৈধভাবে নিজেদের কাছে মজুদ করে রাখে পরবর্তীতে সাধারণ জনগনের মাঝে বেশি দামে টিকিট বিক্রয় করে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪২টি আসনের ১১টি অগ্রীম ট্রেনের টিকেট নগদ ৪ হাজার ৫০০ টাকা ও তিনটি মোবাইলসহ তাদের আটক করা হয়।
কিশোরগঞ্জ মডেল থানায় এবং কটিয়াদী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য