নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাকের বড় ভাই হাবিবুর রহমান হাবিবের ১৮তম মৃত্যুবার্ষিকী।
আগামীকাল ২৮ ফেব্রুয়ারি বুধবার এদিন উপলক্ষে বাদ আসর কেরানীগঞ্জ মডেল টাউনের ১নং কেরানীগঞ্জ মডেল টাউন বাড়ীর মালিক ঐক্য সমবায় সমিতি লিমিটেড এর অফিসে এক দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করবে। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে।
মরহুম হাবিবুর রহমান হাবিব ‘বাংলাদেশ পাখা প্রস্ততকারক মালিক সমিতি’র সাবেক সভাপতি ও ‘আমরা ঢাকার নাগরিক ফোরাম’র সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পুরান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দোয়া ও মিলাদ মাহফিল আগে সকাল কোরআনখানি আয়োজন করা হবে। এতে মরহুমের সকল বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের যথা সময়ে উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ছোট ভাই সাংবাদিক মোস্তাক
মন্তব্য