আজ রবিবার (১৮)জুন বেলা সাড়ে ১১ টায় বাউফল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
এসময় বক্তব্য রাখেন বাউফল প্রেসক্লাবের সভাপতি অধ্যপক আমিরুল ইসলাম আরও বক্তব্য রাখেন এবিএম মিজানুর রহমান, দোলোয়ার হোসেন ও আসাদুজ্জামান সোহাগ প্রমূখ ।
প্রায় ঘন্টা ব্যাপী চলা এ মানববন্ধনে বক্তারা বলেন, নির্বিঘ্নে কাজ করার স্বার্থে সরকারের সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। দিন দিন সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের মাত্রা বেড়েই চলছে। এটা হাতে দেওয়া যায় না,, আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি সাংবাদিক নাদিম হত্যাকারী সে যত প্রভাবশালী হোক না কেন তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিয়ে, সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি।
সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন এবং চিকিৎসাধিন অবস্থায় মারা যান।
সাংবাদিক গোলাম রাব্বানী নাদ গোলাম রব্বানী নাদিম এর স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে, কশিগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুলকে প্রধান আসামি করে ২২জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাত নামা ২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
১৮.০৬.২৩
মন্তব্য