স্টাফ রিপোর্টার : ২০৩০ সালের মধ্যে ফিস্টুলা রোগী শুন্যের কোটায় আনার লক্ষ্যে রংপুরে ফিসৃটুলা রোগের চিকিৎসা সেবায় দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক অফিসের আয়োজনে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল বাংলাদেশ ও বেসরকারী স্বাস্থ্য উন্নয়ন সংস্থা ল্যাম্বের কারিগরি সহায়তায় আরডিআরএস বেগম রোকেয়া হলরুমে আজ ২৩ ডিসেম্বর দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে কর্মশালার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ হারুন অর রশীদ , রংপুর বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক ডাঃ মোঃ মেশকাতুল আবেদ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি এন্ড অবস্ বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ শারমীন সুলতানা, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মাহমুদুল হাসান, রংপুর বিভাগের সহকারী পরিচালক রোকেয়া খাতুন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও রংপুর বিভাগের ফিস্টুলা রোগী সনাক্তকরণ, তাঁদের রিপিয়ার, পেশেন্ট ম্যানেজমেন্ট , রেফারেল সিস্টেম , ও ফিস্টুলা সারভাইভরদের পুনর্বাসন বিষয়ক সামগ্রিক চিত্র তুলে ধরেন ল্যাম্বের প্রজেক্ট ম্যানেজার মাহাতাব লিটন।
দিনব্যাপী কর্মশালায় রংপুর বিভাগের ৮ জেলার ২০জন নার্স অংশগহন করেন। কর্মশালার সমাপনী বক্তব্য রাখেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন বিশেষ অতিথি জনাব ডাঃ ওয়াজেদ আলী ,উপ-পরিচালক স্বাস্থ্য ,রংপুর বিভাগ।
মন্তব্য