মোফাজ্জল হোসেন, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তারের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত, মানহানিকর সংবাদ ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা আলহাজ্ব আব্দুস সাত্তার।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কুহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
স্থানীয় বিএনপি নেতা ও প্রাক্তন শিক্ষক মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার লিখিত বক্তব্যে বলেন, আওয়ামী লীগের মদদপুষ্ট ও দালাল প্রকৃতির কতিপয় নামধারী ব্যক্তি তার ও দলের সিনিয়র নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মানহানিকর সংবাদ প্রকাশ করে তা বিভিন্ন অফিস, ব্যক্তি, ফেসবুক এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে আপলোড করছে। এতে তাদের দলীয়ভাবে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাড্ডা থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কর্তৃক দৃষ্টি আকর্ষন শিরোনামে আমাকে কেন্দ্র করে গত ১৫ ডিসেম্বর যে চিঠি ইস্যু করা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।
তিনি আরও বলেন, বিগত সরকারের সময় বিএনপির অগণিত নেতা কর্মীদের ঘরবাড়িতে হামলা ও মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। সেই দুষ্কৃতকারীরা এখনো বিএনপির নেতাকর্মীদের মাঝে বিভ্রান্ত সৃষ্টির প্রয়াস চালাচ্ছে।
তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে বিভিন্ন সুযোগ-সুবিধা এবং আমার ব্যবসায়িক অবকাঠামোগত উন্নয়নের কারণে তৎকালীন সরকারের এমপি এবং মন্ত্রীদের দ্বারস্থ হতে হয়েছে। সে সময় তাদের সঙ্গে কাজ করার সময় ক্যামেরায় ছবি তুলে বিভিন্ন বেনামী পত্রপত্রিকায় নেতিবাচক সংবাদ প্রকাশ করা হয়। যারা এসব সংবাদ প্রকাশ করেছে তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে তিনি অভিযোগ করেন। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্থানীয় বিএনপি নেতা ও প্রাক্তন শিক্ষক মো. সাইফুল ইসলাম, ইউপি সদস্য নুরুল ইসলাম, ৫নং ঝালুকা ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ ইন্তাজ আলী , উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, বিএনপি নেতা মোঃ গোলাপ হোসেন, হাতেম আলী, জিল্লুর রহমান, জালাল উদ্দিন, মো: আলী, সপুর মন্ডল, আলহাজ আব্দুস সাত্তার , আব্দুস সালাম, আব্দুল মজিদ, জনাব আলী, রেহিয়া,বাদল আরও উপস্থিত ছিলেন, যুবদল নেতা মেহেদী হাসান, মাহাতাব সরকার, সোয়েব খান, আলতাফ হোসেন, হেলাল উদ্দীন, আব্দুস সালাম, ছাত্রদল নেতা রতন, বিপ্লব, পিন্টু, হেলালসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য