রায়হান আহমেদ, খাগড়াছড়ি প্রতিনিধি:
যথাযথ মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্যদিয়ে খাগড়াছড়ির পানছড়িতে ৫৪ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে ।
দিনের প্রথম প্রহরে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুল দেয়া হয়। এরপর উপজেলা পরিষদে পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পমালা অর্পণ করা হয় ও পানছড়ি প্রেসক্লাব সহ সরকারি বেসরকারি দপ্তর, উপজেলা বিএনপি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতি সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়াও পানছড়ির উপজেলা জামায়েত ইসলামীর পক্ষ থেকে শহীদদের স্মরণে র্যালি ও দোয়া অনুষ্ঠান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপি বিজয় মেলার আয়োজন করা হয় , বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ হাসপাতাল ও এতিমখানায় বিশেষ খাবার পরিবেশন করা হয়। ছাড়াও উপজেলার মিলনায়তনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন । তাছাড়া যুব রেড ক্রিসেন্ট পানছড়ি উপজেলা ইউনিট ও পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম পরিচালনা করেন।
মন্তব্য