নিজস্ব প্রতিনিধি
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল দশটায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা রায়পুর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম সহ এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলামে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, সহকারী পুলিশ সুপার দাউদকান্দি সার্কেল তানভীর ফয়সাল, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরী, দাউদকান্দি হাইওয়ে অফিসার ইনচার্জ মোঃ আবু ওবায়েদ, গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, দাউদকান্দি ফায়ার সার্ভিসের সাব অফিসার মোঃ আবু জালাল অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ
মন্তব্য