বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন আকাশ সম্প্রতি সাংগঠনিক সফরে কুমিল্লা আসেন। এ সময় কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রাসেল রাফি, সাধারণ সম্পাদক সাংবাদিক শরিফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক পল্লী সমাচার পত্রিকার যুগ্ম সম্পাদক সাংবাদিক আঞ্জার শাহ্ এবং দৈনিক স্বাধীন সংবাদ এর কুমিল্লা ব্যুরো চিফ সাংবাদিক মাজহারুল ইসলাম এবং মোঃ মোশারফ হোসেন মজুমদার স্টাফ রিপোর্টার দৈনিক স্বাধীন সংবাদ। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
চেয়ারম্যান আনোয়ার হোসেন আকাশ কুমিল্লার নেতৃবৃন্দের সঙ্গে সংগঠনের কাজের অগ্রগতি, মানবাধিকার প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা করেন। নেতৃবৃন্দের সহযোগিতায় কুমিল্লা জেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সফর সংগঠনের বিভিন্ন কার্যক্রমকে শক্তিশালী করতে নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
মন্তব্য