দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীরা। শতাধিক শিক্ষার্থী ব্যানার হাতে সড়কে বসে এ আন্দোলন করে। যার ফলে মহাসড়কের ৪ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির আমিরাবাদ বাস স্টেশনে দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করে। এসময় মহাসড়কের ঢাকামুখী লেনের প্রায় তিন কিলোমিটার এবং কচুয়া সড়কের প্রায় এক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে যৌথবাহিনীর বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের দাবিদাবা শোনেন। পরে শিক্ষার্থীদের আশ্বস্থ করা হলে ১ ঘন্টা পর শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ তুলে নেয়।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বলেন, বরকোটা স্কুল এন্ড কলেজে সন্ত্রাস, অনিয়ম, দুর্নীতি ও দালাল মুক্ত করার দাবীতে আমরা সড়কে নেমেছি। বিক্ষোভকারীদের মধ্যে কলেজের প্রাক্তন শিক্ষার্থী সাব্বির আহাম্মেদন শুভ ও জুবায়ের বলেন, বিএনপিনেতা রুহুল আমিন কলেজে গিয়ে শিক্ষার্থীদের হুমকি দেয়। বিভিন্ন অনিয়ম করে। কলেজের লাইব্রেরি দখল করেছে। তাকে আইনের আওতায় আনা হোক। কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী জিহাদ ভূঁইয়া, ফয়সাল ও মিনহাজ বলেন, আমরা সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন চাই। আমরা লেখাপড়ার সুন্দর পরিবেশ চাই।
দাউদকান্দি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রুহুর আমিন বলেন, আমাকে হ্যায় প্রতিপন্ন করার লক্ষ্যে চক্রান্ত করা হয়েছে। আমি স্কুলের সভাপতি প্রাথী হয়েছি এটাই আমার অপরাধ। আমি কোন লাইব্রেরি দখল করিনি। এটা আমাদের ছিলো, আমরা নিয়মিত ভাড়ার টাকাও দিয়ে আসছি। কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে। এজন্য আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। এটার নিন্দা জানাই।
মন্তব্য