, সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ, ১৪৩১
সংবাদ শিরোনাম :
পানছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুমিল্লায় জেলা পুলিশ কর্তৃক সংবর্ধনা দেয়া হয় ২৫২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারবর্গকে পানছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৪ তম বিজয় দিবস পালিত বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা দাউদকান্দি জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক,আহাম্মদ হোসেন তালুকদার – সদস্য সচিব মোঃ আব্দুল ওয়াদুদ মৌলভী কুমিল্লা দাউদকান্দি উপজেলা দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধ বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে দাউদকান্দিতে পৌর বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ও রেলি। দাউদকান্দির রায়পুর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ পানছড়ি-খাগড়াছড়ি সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচনে জনগণ বিএনপিকে দায়িত্ব দিলে ন্যায়বিচারের বাংলাদেশ নিশ্চিত করা হবে: তারেক রহমান দাউদকান্দিতে এক শিক্ষিকাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি শিক্ষিকার নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ দাউদকান্দিতে বারো কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ও যুবদল নেতা হাবিবের কুমিল্লায় বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির চেয়ারম্যানের সাংগঠনিক সফর বরকোটা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে : ৪ কিলোমিটার যানজট সৃষ্টি দাউদকান্দি উপজেলার পৌরবাজারে আজ নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। দাউদকান্দিতে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ইউএনও’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে দুর্গম পাহাড়ে মানবিক সহযোগিতায় সেনাবাহিনী বাংলাদেশ সংস্কারবাদী পার্টি ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবে ময়মনসিংহে আকাশ হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ অটো উদ্ধার দৌলতের কান্দিতে অন্যরকম এক বিদায় সংবর্ধনা পেল শিক্ষকা সেলিনা আক্তার ময়মনসিংহের ত্রিশালে অবৈধ ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান নির্বাচন কমিশন সংস্কার করে অতি সত্বর নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ ড. খন্দকার মোশাররফ হোসেন পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১০ দাউদকান্দিতে আইন শৃঙ্খলা কমিটির সভা দাউদকান্দির কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন গার্লস মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দূর্গাপুরে সরকারি জলাশয় জবর দখলের অভিযোগ দাউদকান্দিতে ডঃ মোশাররফ ফাউন্ডেশন কলেজ  নবীনবরণ উৎসব ২০২৪ পালিত।

ময়মনসিংহে আকাশ হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ অটো উদ্ধার

পল্লী ওয়ান নিউজ ডেস্ক।। আপডেটঃ শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৭:৫৮ অপরাহ্ণ 14 বার পড়া হয়েছে

রায়হান আহমেদ, ময়মনসিংহ :এই মর্মান্তিক হত্যাকান্ড ও আসামীদের গ্রেফতার বিষয়ে আজ দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপারের সন্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিং করা হয়। প্রেস বিফ্রিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদেরকে এই হত্যাকান্ডের রহস্য ও আসামীদের গ্রেফতারের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

প্রেস ব্রিফিংয়ে বলা হয় গত ২৬/১১/২০২৪ ইং তারিখ রাত সাড়ে ১১ টায় কোতোয়ালী থানাধীন চর সিরতা গ্রামের সরকারবাড়ী টেকের মাথা কালভার্ট সংলগ্ন পাঁকা রাস্তার পূর্ব পাশে ফসলী জমিতে এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ও জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে গমন করেন।

এলাকাবাসী ও মৃতের আত্মীয়-স্বজনের মাধ্যমে মৃতের পরিচয় সনাক্ত করা হয়। মৃত আকাশ মিয়া (২০) কোতোয়ালী থানাধীন চর হাসাদিয়া এলাকার বাসিন্দা ও পেশায় একজন অটো চালক।

অজ্ঞাতনামা হত্যাকারীরা ধাঁরালো অস্ত্র দ্বারা ভিকটিমকে জবাই করে ধানক্ষেতে ফেলে রেখে তার অটো নিয়ে ঘটনাস্থল থেকে পলায়ন করে।

হত্যাকান্ডে ব্যবহৃত ধাঁরালো অস্ত্র ও ভিকটিমের ব্যবহৃত মোবাইলটি ঘটনাস্থল হতে আলামত হিসেবে জব্দ করা হয়। এই ঘটনায় কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা রুজু হয় যার নং-৬৪, তারিখ- ২৭/১১/২০২৪ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০।এ হত্যা ঘটনাটি চর সিরতা ও পার্শ্ববর্তী এলাকাসহ সমগ্র থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

মামলা রুজু হওয়ার পর থেকে জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের একটি চৌকস দল পুলিশ সুপার, ময়মনসিংহের দিক-নির্দেশনা ও অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা-এর নেতৃত্বে মামলার রহস্য উদ্ঘাটন, আসামী গ্রেফতার ও চোরাই অটো উদ্ধার কার্যক্রম শুরু করে।

অতপর গত ২৯/১১/২০২৪ ইং তারিখ ভোর সাড়ে ৪ টায় ঢাকা মহানগরীর খিলগাঁও গার্লস স্কুলের পেছনের বস্তি থেকে হত্যাকান্ডে জড়িত আসামী মোঃ রবিন মিয়া (১৯)-কে গ্রেফতার করা হয় এবং তার দেয়া তথ্য মতে ভোর সাড়ে ৫ টায় হত্যাকান্ডের মূল আসামী মোঃ মিলন (২০)-কে খিলগাঁও এলাকার অপর একটি বস্তি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের প্রদত্ত তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকার জনৈক সাগর মিয়ার গ্যারেজের সামনে থেকে চোরাই অটো উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় জানায় যে, ভিকটিম আকাশ ও তারা একই গ্রামের বাসিন্দা। আসামী মিলন ঢাকায় পোশাক শিল্পের শ্রমিক এবং আসামী রবিন চালের আড়তে শ্রমিক হিসেবে কাজ করে।

ফেইসবুকে একটি মেয়ের সাথে পরিচয়ের সূত্র ধরে ভিকটিম আকাশ ও আসামী মিলনের দ্বন্দ্ব শুরু হয়।এই সংক্রান্তে প্রায় দুই মাস আগে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

এই বিরোধের জের ধরে আসামী মিলন ও রবিন ঢাকা থেকে আকাশকে হত্যা ও তার অটো ছিনতাইয়ের পরিকল্পনা করে বাড়িতে আসে।ঘটনার দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৮ টায় আসামী মিলন ভিকটিম আকাশকে ফোন করে তার অটো নিয়ে আসতে বলে।

ভিকটিম আকাশ সন্ধ্যা আনুমানিক সোয়া ৭ টায় অটো নিয়ে আসামী মিলনের কাছে আসে। আসামী মিলন ও রবিন আকাশের অটোতে কোতোয়ালী থানাধীন পরানগঞ্জ ও বোররচরের বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করতে থাকে

এক পর্যায়ে একই তারিখ আনুমানিক রাত সাড়ে ৮ টায় অটোর পেছনের সিট থেকে আসামী মিলন ভিকটিম আকাশের গলায় ধাঁরালো অস্ত্র দিয়ে সজোরে পোঁচ দেয় এবং ভিকটিমের মৃতদেহ অটো থেকে প্রথমে রাস্তায় ও পরে আসামী রবিনের সহযোগিতায় রাস্তার পার্শ্বে ধানক্ষেতে ফেলে রেখে অটো নিয়ে চলে যায়।পুলিশ জানায় জিজ্ঞাসাবাদ শেষে আসামীদেরকে অতিসত্বর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

admin

আপলোডকারীর সব সংবাদ