রায়হান আহমেদ, ময়মনসিংহ :
২৭ ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আখরাইল নামক স্থানে অবস্থিত মেসার্স দোয়েল ব্রিকস, মেসার্স হামিদ ব্রিকস , মেসার্স অনিক ব্রিকস, মেসার্স এম জে এ ব্রিকস এবং মাগুরজোরা নামক স্থানে অবস্থিত মেসার্স কোয়েল ব্রিকস নামের অবৈধ ইটভাটাগুলোকে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় এবং ইটভাটা গুলোকে ইট প্রস্তুত ওয়াটার স্থাপন(নিয়ন্ত্রণ) আইন ২০১৯ অনুযায়ী মোট ১৬৫০০০০ (ষোল লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এ সময় ইটভাটা গুলোকে ভেঙে দেয়া হয়। উক্ত অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন মোঃ মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি), ত্রিশাল এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলার সহকারি পরিচালক নাজিয়া উদ্দিন এবং পরিদর্শক মাহবুবুল ইসলাম। এছাড়া উক্ত অভিযানে ত্রিশাল থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য