রায়হান আহমেদ, ময়মনসিংহ:
৩ নভেম্বর ২০২৪ তারিখে দুপুর ১২.৩০ ঘটিকায় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয় এর উদ্যোগে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার শম্ভুগঞ্জ বাজারে পলিথিন বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আব্দুর সাত্তার স্টোরে অভিযান করে ৮০ কেজি পলিথিন জব্দ করা হয় এবং ২০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। উক্ত অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মুনমুন নাহার আশা। প্রসিকিউটারের দায়িত্ব পালন করেন জনাব মাহবুবুল ইসলাম পরিদর্শক ময়মনসিংহ জেলা কার্যালয়। এছাড়াও ময়মনসিংহ সদর থানার পুলিশ ফোর্স, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব রুকন মিয়া ও এনফোর্সমেন্ট টিম উপস্থিত ছিলেন। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
মন্তব্য