দাউদকান্দি প্রতিনিধি
দাউদকান্দি উপজেলা কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাইমা ইসলাম এবং আরো উপস্থিত ছিলেন এসিল্যান্ড ভূমি ও পৌর প্রশাসক মো: জিয়াউর রহমান। আজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলা গণ মিলনায়তন হল রুমে, এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দাউদকান্দি উপজেলা কর্মরত সাংবাদিকগন। সকল সাংবাদিকদের সাথে একে একে পরিচয় ও মতবিনিময় করেন।
পরিচিতি ও মতবিনিময় শেষে দাউদকান্দি ডিজিটাল প্রেস ক্লাব এর সভাপতি সাহাদাৎ হোসেন তালুকদার সাকু, সাধারণ সম্পাদক ইমরান মাসুদ, সিনিয়র সহ সভাপতি এস এম শাহজালাল সাইফুল এবং অনান্য সদস্য গণ নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাইমা ইসলামকে ফুলের শুভেচ্ছা জানান।
গত বুধবার (১৮সেপ্টেম্বর)কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় নবাগত নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নাইমা ইসলাম যোগদান করেছেন।তিনি এর আগে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি সদর উপজেলার ইউএনও হিসেবে কর্মরত ছিলে
মন্তব্য