রিপোর্ট : এস,কে তালুকদার: কুমিল্লার দাউদকান্দিতে গণমাধ্যম কর্মীদের সাথে সর্বজনীন পেনশন কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরাফাতুল আলম, উপজেলা সহকারী কমিশনার মো. জিয়াউর রহমান, জনতা ব্যাংক দাউদকান্দি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন, সোনালী ব্যাংক দাউদকান্দি শাখার ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন।
উপস্থিত গণমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, জাকির হোসেন হাজারী, রাশেদুল ইসলাম লিপু, শরীফ প্রধান, কামরুল হক চৌধুরী, লিটন সরকার বাদল, হোসাইন মোহাম্মাদ দিদার, শরীফুল ইসলাম, মো. সাহাব উদ্দিন, মোহাম্মদ আলী শাহিন, আলমগীর হোসেন, ওমর ফারুক মিয়াজী, হানিফ খাঁন, শেখ ফিরোজ প্রমূখ।
আলোচনায় সর্বজনীন পেনশন স্কিমে সকলে অংশগ্রহন করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ চারটি স্কিম নিয়ে আলোচনা করা হয়। সেগুলো হলো, দারিদ্রসীমার নিচে বসবাসকারী সমতা, বিদেশে কর্মরত বাংলাদেশী নাগরিকদের জন্য, প্রবাস স্কিম, বেসরকারি চাকুরিজীবিদের জন্য, প্রগতি ও স্বকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য সুরক্ষা।
মন্তব্য