, সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ, ১৪৩১
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা সহ আটক ১ রংপুরে প্রসবজনিত ফিস্টুলা চিকিৎসা সেবায় দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দুর্গাপুরে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা আব্দুস সাত্তারের সংবাদ সম্মেলন পানছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুমিল্লায় জেলা পুলিশ কর্তৃক সংবর্ধনা দেয়া হয় ২৫২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারবর্গকে পানছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৪ তম বিজয় দিবস পালিত বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা দাউদকান্দি জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক,আহাম্মদ হোসেন তালুকদার – সদস্য সচিব মোঃ আব্দুল ওয়াদুদ মৌলভী কুমিল্লা দাউদকান্দি উপজেলা দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধ বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে দাউদকান্দিতে পৌর বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ও রেলি। দাউদকান্দির রায়পুর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ পানছড়ি-খাগড়াছড়ি সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচনে জনগণ বিএনপিকে দায়িত্ব দিলে ন্যায়বিচারের বাংলাদেশ নিশ্চিত করা হবে: তারেক রহমান দাউদকান্দিতে এক শিক্ষিকাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি শিক্ষিকার নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ দাউদকান্দিতে বারো কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ও যুবদল নেতা হাবিবের কুমিল্লায় বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির চেয়ারম্যানের সাংগঠনিক সফর বরকোটা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে : ৪ কিলোমিটার যানজট সৃষ্টি দাউদকান্দি উপজেলার পৌরবাজারে আজ নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। দাউদকান্দিতে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ইউএনও’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে দুর্গম পাহাড়ে মানবিক সহযোগিতায় সেনাবাহিনী বাংলাদেশ সংস্কারবাদী পার্টি ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবে ময়মনসিংহে আকাশ হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ অটো উদ্ধার দৌলতের কান্দিতে অন্যরকম এক বিদায় সংবর্ধনা পেল শিক্ষকা সেলিনা আক্তার ময়মনসিংহের ত্রিশালে অবৈধ ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান নির্বাচন কমিশন সংস্কার করে অতি সত্বর নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ ড. খন্দকার মোশাররফ হোসেন পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১০ দাউদকান্দিতে আইন শৃঙ্খলা কমিটির সভা

সিলেটের বালাগঞ্জে সেতু নির্মাণে ব্যাপক অনিয়ম

পল্লী ওয়ান নিউজ ডেস্ক।। আপডেটঃ সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৫:৩২ পূর্বাহ্ণ 118 বার পড়া হয়েছে

বালাগঞ্জ, সিলেট প্রতিনিধি: 
সিলেটের বালাগঞ্জে একটি সেতু নির্মাণে নিয়ম বহির্ভূতভাবে কাজ সম্পন্ন করার পায়তারা করছে, সেতু নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান।

নির্মাণ সামগ্রী

শুধু তাই নয়, রাতের আঁধারে ব্রীজের কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উক্ত সেতু নির্মাণে ব্যাপক অনিয়ম এর অভিযোগ করেছেন এলাকাবাসী।

সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ অধিদপ্তর এর আওতাধীন, সিলেট সড়ক বিভাগের অধিনে ২০২২-২০২৩ অর্থ বছরে আইডি নং- ৭৪৩৮৭৩ টেন্ডারের মাধ্যমে সিলেট সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ফজলে রব্বে উক্ত টেন্ডার আহবান করেন।

২০২৩ সালের ২৭ মে বালাগঞ্জ উপজেলার সিলেট সুলতানপুর বালাগঞ্জ সড়কের ২১তম কি.মি. এ ৭৬.০১ মিটার দৈর্ঘ্যের ফতুরখাড়া পিসি গার্ডার ব্রীজের নির্মাণ কাজ শুরু হয়।

উক্ত ব্রীজের প্রাক্ষলিত ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৪৮ লক্ষ টাকা। উক্ত ব্রীজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে নিযুক্ত হয় জনজেবি নামক প্রতিষ্ঠান।
কাজের ডিজাইন ও ড্রয়িং অনুযায়ী দেখা যায়, ফতুরখাড়া গার্ডার ব্রীজে ৪৫মিটার করে ৩২টি পাইল করার কথা থাকলেও এতে বেশিরভাগ পাইল ২৪ মিটার আবার কয়েকটি ৩৬ মিটারও করা হয়েছে।
যাতে করে ২১ মিটার ও ৯ মিটার করে পাইল কম দেয়া হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান রডের যে খাঁচা তৈরি করেছিল তা মেপে দেখা যায় প্রত্যেকটি ছিল ১২ মিটার করে।
এলাকাবাসী জানান, এভাবে পাইল এর দৈর্ঘ্য কম দেয়ার ফলে ব্রীজ খুবই দূর্বল হয়ে যাবে, বেশি গাড়ি চলাচল করলে ব্রীজ ভেঙে যেতেও পারে।

এলাকবাসী তাদের সেতু নির্মাণে অনিয়মকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিতের আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়মের কোন তোয়াক্কা না করেই রাতের অন্ধকারে পাইলের কাজ করেছেন যাতে সংবাদকর্মী ও এলাকাবাসী পাইলের গভীরতা সম্পর্কে জানতে না পারে।

সবগুলো পাইলের কাজই গভীর রাতে সম্পন্ন করা হয়েছে। সংবাদকর্মীরা উক্ত কাজের তদারকি কর্মকর্তা উপ-বিভাগীয় প্রকৌশলী মাহমুদুল হাসান ও নির্বাহী প্রকৌশলী আমির হোসেন কে, ফোনে রাতের অন্ধকারে ঢালাই এর কাজ ও পাইলের গভীরতা কম দেয়ার বিষয়ে অবগত করলেও তারা উদাসীনতা দেখান।

তারা ঠিকাদারের বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা না নিয়ে তাদেরকে সহযোগিতা করেছেন বলে পরিলক্ষিত হয়েছে।
পাইল ঢালাই কাজে রড- সিমেন্ট পরিমাণে কম দেয়ার জন্য ও পাইলের গভীরতায় অনিয়ম করার লক্ষ্যে সওজ কর্তৃপক্ষ টিকাদারি প্রতিষ্ঠান উভয়ে পরিকল্পিতভাবে অনিয়ম-দূর্নীতি করার জন্য রাতের অন্ধকারে সকল পাইল ঢালাই এর কাজ সম্পন্ন করা হয়েছে।

কোন একটি পাইল ঢালাইয়ের সময়ও সড়ক ও জনপথ বিভাগের উপযুক্ত কোন কর্মকর্তা সরেজমিন উপস্থিত ছিলেন না।

অথচ নিয়ম অনুযায়ী উপ-বিভাগীয় প্রকৌশলী এবং উপ-সহকারী প্রকৌশলী পাইল ঢালাই চলাকালীন সময়ে সরেজমিন উপস্থিত থাকতে বাধ্য।

৩২ টি পাইল ঢালাইয়ে অনিয়ম দূর্নীতির কোন অন্ত ছিল না। এখন তারা পাইল ইন্টিগ্রিটি টেস্ট না করেই পরবর্তী কাজ শুরু করার প্রস্তুতি নিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

স্থানীয় এলাকার, রহমতপুর এলাকার বাসিন্দা, আল আমিন বলেন, ফতুরখাড়া ব্রীজে ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যপক অনিয়ম করেছে। ব্রিজের পাইলে রডের খাচা পরিমাণের চেয়েও কম দিয়েছে। এবং রাতের অন্ধকারে কাজ করেছে।

সিলেটের নির্বাহী প্রকৌশলী আমির হোসেনের কাছে এই ব্রিজের দুর্নীতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দুর্নীতি হয়ে থাকলে আপনারা নিউজ করেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক লুৎফুর রহমান বলেন, আমি উক্ত কাজ পরিদর্শনে যাইনি, আমার জানামতে কোন দুর্নীতি-অনিয়ম হয়নি আর যদি কোন দুর্নীতি অনিয়ম হয়ে থাকে তাহলে অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা করেছেন।

ট্যাগস : বালাগঞ্জ

মন্তব্য

আপলোডকারীর তথ্য

admin

আপলোডকারীর সব সংবাদ