কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় ভাওরখোলা ইউনিয়নের শিবনগর প্রাইমারি স্কুল মাঠে মেঘনা উপজেলার সক্রিয় মানবিক সংগঠনের উদ্যোগে গত ৮ই মার্চ রোজ শুক্রবার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রোগ্রাম ২০২৪ পালন হয়েছে উক্ত চিকিৎসা সেবায় প্রোগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর অবসর প্রাপ্ত নিম্নোক্ত ডাক্তারবৃন্দ রোগী দেখেন: ব্রিগেডিয়ার জেনারেল ( ডাক্তার ) আবদুর রহমান সিদ্দিকী (অব:) – নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার শেখ মোহাম্মদ বাহার হোসেন (অব:) – মেডিসিন বিশেষজ্ঞ, ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার আবিদুর রহমান(অব:)- জেনারেল প্রাকটিশনার।
লে: কর্নেল ডাক্তার এ ইউ এম সাদউল্লাহ (অব:) সার্জারি
লে: কর্নেল ডাক্তার মোসাদ্দেক বিল্লাহ (অব:) – চক্ষু বিশেষজ্ঞ, অধ্যাপক ডাক্তার শামসুন নাহার, বিউটি -নাক,কান ও গলা বিশেষজ্ঞ, অধ্যাপক ডাক্তার শামসুন নাহার – স্ত্রী রোগ বিশেষজ্ঞ, ডাক্তার মারওয়া কাশেম মুনা- কার্ডিওলজিস্ট বিশেষজ্ঞ (NICVD)।
উক্ত চিকিৎসা সেবা প্রোগ্রামে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টাগণ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মোসলেহ উদ্দীন পিএসসি, ডাক্তার জহিরুল ইসলাম, অধ্যাপক আমির হোসেন, মো: সুরুজ্জামান সুরুজ- সাবেক সহকারি শিক্ষক, প্রাবন্ধিক পিয়ারা বেগম –
অধ্যক্ষ রেজাউল করিম
শাহ মোহাম্মদ ওবায়েদ –
প্রেসিডিয়াম সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সফিউল্লাহ সাকিব মিয়াজি ও মোহাম্মদ মহসিন কবির –
কার্যনির্বাহি সদস্য উপস্থিত ছিলেন রেদোয়ান রাছেল, ইঞ্জিনিয়ার মহিউদ্দীন
সাদিয়া ফারহানা,
ইব্রাহীম মিলন,
ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, আশরাফুল মুকুল, গ্রাম্য ডাক্তার শাহাদাত, হাবীবুর রহমান, মিহাদ, জায়িদ সাইফুল্লাহ, শাহেদ মিয়াজি, মাহমুদুল হাসান মূসা, হিমেল এছাড়াও স্থানীয় হিসেবে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষিকা কূহিনূর বেগম, সমাজ সেবক আব্দুল বাছেদ, আব্দুস সোবহান ও আব্দুল মতিন, শিক্ষক আলমগীর সোহেল। সহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ।।
মন্তব্য