নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকা ভুক্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী রায়হান সুলতানা নিহাকে
সাকসেস এ্যাওয়ার্ড-২০২৪’ সম্মাননা প্রদান করছে ঢাকা সাংস্কৃতিক সংগঠন।
গত (৫ মার্চ) মঙ্গলবার বিকেল ৫ টা ৩০ মিনিটে ঝিগাতলাস্থ পিলখানা প্যাসিফিক হল রুম সীমান্ত সম্ভারের ৪র্থ তলায় অনুষ্ঠিত হয় জমকালো এ আয়োজন। অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী রায়হান সুলতানা নিহা কে ‘সাকসেস এ্যাওয়ার্ড-২০২৪’ সম্মাননা প্রদান করে সংগঠনটি।
অনুষ্ঠান উদ্বোধন করবেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এ. হারুন-অর রশিদ বীর প্রতীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা, অভিনেত্রী মাহিয়া মাহি, অভিনেতা জয় চৌধুরী,নাট্য অভিনেত্রী রুনা খান, ব্যারিস্টার সাইফুর রহমান, মো,মোস্তাফিজুর রহমান মোস্তাক ও গ্রীণ সোনার বাংলা সিটির চেয়ারময়্যান আনোয়ার হোসেন।
মন্তব্য