কুমিল্লার দাউদকান্দিতে দুস্থ ও অসহায়দের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল।
শুক্রবার (১ মার্চ) সকালে উপজেলার মারুকা ইউনিয়নে ধারিবন সমাজ কল্যান সংগঠনের উদ্যোগে ধারিবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্প উদ্বোধন করা হয়। ধারিমন সমাজ কল্যান সংগঠনের সভাপতি আরিফুল হক আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি তার বক্তব্যে জনকল্যানে ধারিবন সমাজ কল্যান সংগঠনের উদ্যোগকে সাধুবাদ জানান। সালেহ মোহাম্মদ টুটুল আরও বলেন,তৃনমূল পর্যায় পর্যন্ত স্বাস্থ্য সেবা পৌছে দিতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলসভাবে কাজ করছে বর্তমান সরকার। তিনি ধারিমন সমাজ কল্যান সংগঠনের মত প্রতিটি এলাকায় এমন মানবিক সংগঠন গড়ে তুলে জনকল্যানে সবাইকে অংশগ্রহণের জন্য আহবান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন, মোঃ হারিস চৌধুরী ও মো:ডালিম
পরে প্রধান অতিথি সালেহ মোহাম্মদ টুটুল ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মইন উদ্দিন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ন আহবায় বিল্লাল মজুমদার, ধারিবন সমাজকল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন পাঠানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ
মন্তব্য