নিজস্ব প্রতিনিধি:
টরেন্টোতে বাঙ্গালি কমিউনিটির মুরব্বি নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। (ইন্না….. রাজেউন। টরেন্টোর স্কারবো জেনারেল হসপিটালে আজ ৩১ শে জানুয়ারি রাত ১০ টার দিকে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুর সংবাদটি তাহার মেয়ে নিশ্চিত করেছেন। তিনি একজন সজ্জন ব্যক্তি হিসেবে বাঙ্গালি কমিউনিটিতে , অত্যন্ত সুনামধন্য সুপরিচিত একজন ভালো মানুষ হিসাবে পরিচিত ছিলেন। উল্লেখ্য, কবি, লেখক, চিন্তাবিদ এবং নজরুল গবেষক হিসেবে তাহার সুনাম ছিল। প্রবাস জীবনেও তিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতি নিয়ে নিরলসভাবে সাধনা করে গেছেন। তিনি বাংলাদেশের সিলেট জেলার অধিবাসী। বাংলাদেশ থেকে কানাডার মন্ট্রিলে আসার পর বন্ধুদের নিয়ে তিনিই সর্বপ্রথম ‘স্বদেশ’ নামে গ্রোসারি শপ খোলেন। এরপর কানাডার টরেন্টোতে স্থায়ী নিবাস গড়ে তুললে তিনি জেরার্ড ষ্ট্রিটে ও আরেকটি ‘স্বদেশ’ নামে প্রথম গ্রোসারি খোলেন। তিনি টরেন্টোতে গ্রোসারি ষ্টোর খোলার আগে বাংলাদেশি পণ্য কিনতে সবাইকে আমেরিকার নিউইয়র্কে ছুটতে হতো।
মন্তব্য