নিজস্ব সংবাদদাতা :
চলতি বছরের সেপ্টেম্বরে দেশে ৩৯৮টি সড়ক দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত এবং আহত হয়েছেন ৭৮৩ জন। নিহতের মধ্যে ৪৮ জন নারী এবং ৫৩ জন শিশু।
এই সময়ে ১৬৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫১ জন নিহত হয়েছেন। যা মোট নিহতের ৩৮ দশমিক ৩২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪১ দশমিক ৯৫ শতাংশ।
রোববার (৮ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেপ্টেম্বর দুর্ঘটনায় ৯৭ জন পথচারী নিহত হয়েছে। যা মোট নিহতের ২৪ দশমিক ৬১ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৪৯ জন, অর্থাৎ ১২ দশমিক ৪৩ শতাংশ।
এই সময়ে ১৪টি নৌ-দুর্ঘটনায় ২৩ জন নিহত, ৬ জন আহত ও ২ জন নিখোঁজ রয়েছেন। ৩৩টি রেলপথ দুর্ঘটনায় ৩৮ জন নিহত এবং ২২ জন আহত হয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্টনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করেছে।
দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়- মোটরসাইকেল চালক ও আরোহী ১৫১ জন, বাসযাত্রী ১৬ জন, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি-লরি-লাশবাহী ফ্রিজিংভ্যান আরোহী ১৫ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স আরোহী ১০ জন, থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-মিশুক-লেগুনা-টেম্পু) ৬৮ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-আলমসাধু-পাখিভ্যান-টমটম-মাহিন্দ্র-ডাইসু) ২৪ জন এবং বাইসাইকেল-প্যাডেল রিকশা-রিকশাভ্যান আরোহী ১৩ জন নিহত হয়েছে।
মন্তব্য