দাউদকান্দি, কুমিল্লা : ব্লাড ফর দাউদকান্দি সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এমএ সাত্তার বলেন, আপনারা হলেন রক্ত দানবীর। এটা একটা মহৎ কাজ। ধনী মানুষ হলেই রক্ত দেওয়া যায় না। কিন্তু আপনারা দিতে পারছেন। এটা সৌভাগ্যের বিষয়। আপনারা দীর্ঘ ১০ বছর ধরে রক্তদান করে যাচ্ছেন। এটা একটা বিশাল ত্যাগ।
তিনি আরো বলেন, রক্ত দিতে অনেক সময় আপনারা নিজের পকেটের টাকা খরচ করেন। এখানে অনেক শিক্ষার্থী ভাই রক্ত দিচ্ছেন। আপনারা অসহায় মানুষের জন্য রক্ত দিতে দূরদূরান্তের পথে যাতায়াত করেন।
এই যাতায়াত খরচের জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের সংগঠনে ১ লক্ষ টাকা অনুদান দিবো। আপনারা এই মহৎ কাজ চালিয়ে যান। আপনাদের যে কোন প্রয়োজনে পাশে থাকবো।
গতকাল শুক্রবার বিকালে ব্লাড ফর দাউদকান্দি’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের ১০ বছর পূর্তি উপলক্ষে গোমতী-মেঘনা নদীতে নৌভ্রমণে মিলনমেলা, আলোচনা সভা ও সন্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাংবাদিক শরীফ প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের আহ্বায়ক তৌফিক রুবেল, সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার, মেহেদী হাসান রনি, ডিকে হাসপাতালের পরিচালক নুরুজ্জামান, এ্যাপলো হাসপাতালের পরিচালক নাজমুল আলম প্রমূখ।
আলোচনা শেষে সেরা ১০জন রক্তদাতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। রক্তদাতারা হলেন, ডিকে সবুজ, নাজমুল আলম, অ্যাডভোকেট সুমন, শামীম চৌধুরী, তৌফিক রুবেল, জোবায়ের চৌধুরী, মমিন, হিমু, মনির হোসেন ও মোহাম্মদ রবিন। এছাড়াও অতিথিদের সম্মাননা স্মারক ও বিভিন্ন ইভেন্টের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
মন্তব্য