এইচ এম বাবলু, জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুরে সুগন্ধা পরিবহন নামক একটি দুরপাল্লার যাত্রীবাহি বাসে নিজামপুর কোস্টগার্ড অভিযান চালিয়ে বিপন্ন প্রজাতির দু’টি ৫০০ কেজি ওজনের শাপলাপাতা মাছ জব্দ করেছে । দুপুরে শেখ জামাল সেতুর টোল প্লাজায় সুগন্ধা পরিবহন থেকে মাছ দু’টি জব্দ করার পর মহিপুর বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে মাটিচাপা দিয়ে পুতে ফেলা হয়।
আন্তর্জাতিক গবেষনা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশ, ইকোফিশ-২ এর সহযোগি গবেষক সাগরিক স্মৃতি জানান, পিঠে গোলাকার দাগ ডায়মন্ড আকৃতির ঐ শাপলাপাতা মাছের লেজ সরু ও দেহের দিগুন লম্বা হয়ে থাকে। মাছটির ইংরাজী নাম “হানিকম্ব হুইপ রে”। বৈজ্ঞানিক নাম “Himantura undulata”। বিপন্ন প্রজাতির এ মাছটি সাধারনত সাগরে ডুবোচরে বালুর কাছে বিচরণ করে এবং লুকোচুরি খেলে।
নিজামপুর কোষ্টগার্ড স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার সেলিম মন্ডল জানান, বন্যপ্রাণি সংরক্ষন আইনে শাপলাপাতা মাছ ধরা এবং বিক্রি সম্পূর্ন বেআইনি।
যে সকল অসাধু জেলেরা এসব মাছ ধরে তাদেরকে খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
মন্তব্য