এস,কে তালুকদার :
কুমিল্লার দাউদকান্দিতে মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ের ২য় ধাপে জমি ও ঘর পেলো আরও ৯০টি ভূমিহীন পরিবার। উপকারভোগীদের মধ্যে দুইশতক জয়গাসহ একটি পাকা ঘরের দালিলিক কাগজপত্র হস্তান্তর করেন কুমিলা -১ আসনের সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।
বুধবার (৯ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের হলরুমে গৃহহীনদের মাঝে ভূমিসহ নতুন ঘরের দালিলিক কাগজপত্র হস্তান্তর করেন এমপি। চতুর্থ পর্যায়ে (২য় ধাপে) ৯০ টি ঘরসহ এ যাবৎ মোট ৪৫০টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ দলিল হস্তান্তর করা হয়েছে।
এ বছরের মধ্যে বাকী ২৬টি ঘর হস্তান্তরের মধ্যে দিয়ে দাউদকান্দি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষনা করা হবে। এসময় সঙ্গে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রোজিনা আক্তার, জেলা পরিষদ এর সদস্য জেবুন্নেসা জেবু, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঞা পিপিএম, কুমিলা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌরসভা প্যানেল মেয়র রকিব উদ্দীন রকিব, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম ও উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক লায়লা হাসান ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মোশাররফ হোসেন প্রমুখ।
মন্তব্য