বাঞ্ছারামপুর উপজেলা : প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এর মানবিক দিক নির্দেশনায় ফুল দিয়ে সাজানো গাড়িবহর এবং সহকর্মীদের ভালোবাসার মধ্যে দিয়ে, কর্মজীবন শেষ করে অবসরে গেলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর মডেল থানার কর্মরত পুলিশ সদস্য কনস্টেবল সুলতান আহম্মদ ।তিনি অবসরে যাবার শেষ মুহূর্তে ফুল দিয়ে সাজানো বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ এর গাড়ি বহরের মাধ্যমে তার গন্তব্যস্থল নিজ বাড়ি আখাউড়া থানাধীন ধরখার গ্রামে পৌঁছে দেয়া হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তার এমন উদ্যোগে আনন্দে আত্মহারা হয়ে জান, এই বিদায় নেওয়া পুলিশ সদস্য।
তিনি বলেন, চাকরিতে যোগদান কালীন সময় প্রতিটি পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কিন্তু বিদায়ের বেলায় তেমন কোনও আনুষ্ঠানিকতা দেওয়া হয় না। তবে আজ আমাকে বাঞ্ছারামপুর মডেলে থানার অফিসার ইনচার্জ জনাব মো: নূরে আলম স্যারের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। আমি চাই প্রত্যেক পুলিশ সদস্যকে অবসরে যাওয়ার সময় এভাবেই আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হোক।
মন্তব্য