দাউদকান্দি উপজেলা প্রতিনিধি, কুমিল্লা :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখি মানুষের কথা চিন্তা করে, কুমিল্লা রিজিয়ন এর দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে সকল অফিসার ও পুলিশ সদস্যদের কে সাথে নিয়ে, রাত দিন ২৪ ঘন্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, দাউদকান্দি টোল প্লাজা হইতে ইলেটগঞ্জ, পটিয়া পর্যন্ত নিরলস ভাবে ডিউটি করে যাচ্ছেন। মহাসড়কে যাতে কোন ধরনের চুরি-ডাকাতি, ছিনতাই ও যাত্রী হয়রানিমূলক কোন ধরনের ঘটনা না ঘটে সেদিকে নজর রাখছেন দাউদকান্দি হাইওয়ে পুলিশ। বিশেষ করে কোরবানি পশু বহনকারী গাড়িগুলো যাতে করে দ্রুত গন্তব্যস্থানে পৌঁছাতে পারে। রাস্তায় যেন কোন ধরনের যানজট সৃষ্টি না হয় এবং কুরবানী পশুর গাড়ি থেকে কেউ কোন ধরনের চাঁদাবাজি করতে না পারে সেদিকে জোরালো ভুমিকা রাখছেন, এবং আমরা বদ্ধপরিকর। বিশেষভাবে পুলিশকে সহযোগিতা করছেন “বাংলাদেশ নিরাপদ সড়ক চাই” সংগঠনের দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি: লিটন সরকার (বাদল) ও সেক্রেটারি : সাংবাদিক আলমগীর হোসেন ও সাথে ছিলেন সাংবাদিক এস, কে তালুকদার এবং “নিরাপদ সড়ক চাই ” সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দগণ । উল্লেখ্য, ওসি জাহাঙ্গীর আলম এর উদ্যোগে গৌরিপুর স্টেশনে একটি হাইওয়ে পুলিশ কন্ট্রোলরুম অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে।
এ ব্যাপারে তাহার নিকট জানতে চাইলে ওসি জাহাঙ্গীর আলম জানান, বাংলাদেশ হাইওয়ে পুলিশ প্রধান, অতিরিক্ত আইজিপি, পিপি, এম (বার) ও ডিআইজি সালমা আক্তার ম্যাডাম এবং কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মহোদয় এর নির্দেশনা কুরবানীর পশুবাহী গাড়িতে প্রতিবন্ধকতা সৃষ্টি ও চাঁদাবাজি প্রতিরোধে আমরা একটি শক্ত অবস্থান নিয়েছি। যারা পশুবাহী গাড়ির পরিচালনা করবেন তারা গাড়ির সামনে এবং পেছনে “গন্তব্য” লিখে একটি ব্যানার টাঙ্গিয়ে দেবেন, যাতে আমরা বুঝতে পারি গাড়িটি কোথায় যাচ্ছে। কোথাও যাতে গাড়িটা কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি না হয় সে ব্যাপারে আমরা সজাগ আছি। “এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে অবস্থান থাকবে বাংলাদেশ হাইওয়ে পুলিশের।” এমন নির্দেশ আমাদেরকে দিয়েছেন বাংলাদেশ হাইওয়ে পুলিশের প্রধান, অতিরিক্ত আইজিপি পিপিএম (বার) জানাব মো: শাহাবুদ্দিন খান মহোদয়।
মন্তব্য