বিনোদন রিপোর্ট : ৬ দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ আয়োজনে নেক্সাস টেলিভিশনের পর্দায় ”দ্য আরজে কিবরিয়া শো” তে থাকছে এ সময়ের আলোচিত তারকারা। এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে থাকবেন একজন অতিথি।
অতিথিরা হলেন চিত্রনায়িকা বুবলী, নুসরাত ফারিয়া, চিত্রনায়ক শরীফুল রাজ, জায়েদ খান, ফুড
ব্লগার রাফসান ও এনিমেটর শামীমা শ্রাবনী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আরজে কিবরিয়া ও প্রযোজনা করেছেন শারমিন দীপ্তি।
অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের মোট ৬দিন রাত ৯ টায় নেক্সাস টেলিভিশনে।
মন্তব্য