, সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ, ১৪৩১
সংবাদ শিরোনাম :
পানছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুমিল্লায় জেলা পুলিশ কর্তৃক সংবর্ধনা দেয়া হয় ২৫২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারবর্গকে পানছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৪ তম বিজয় দিবস পালিত বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা দাউদকান্দি জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক,আহাম্মদ হোসেন তালুকদার – সদস্য সচিব মোঃ আব্দুল ওয়াদুদ মৌলভী কুমিল্লা দাউদকান্দি উপজেলা দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধ বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে দাউদকান্দিতে পৌর বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ও রেলি। দাউদকান্দির রায়পুর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ পানছড়ি-খাগড়াছড়ি সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচনে জনগণ বিএনপিকে দায়িত্ব দিলে ন্যায়বিচারের বাংলাদেশ নিশ্চিত করা হবে: তারেক রহমান দাউদকান্দিতে এক শিক্ষিকাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি শিক্ষিকার নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ দাউদকান্দিতে বারো কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ও যুবদল নেতা হাবিবের কুমিল্লায় বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির চেয়ারম্যানের সাংগঠনিক সফর বরকোটা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে : ৪ কিলোমিটার যানজট সৃষ্টি দাউদকান্দি উপজেলার পৌরবাজারে আজ নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। দাউদকান্দিতে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ইউএনও’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে দুর্গম পাহাড়ে মানবিক সহযোগিতায় সেনাবাহিনী বাংলাদেশ সংস্কারবাদী পার্টি ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবে ময়মনসিংহে আকাশ হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ অটো উদ্ধার দৌলতের কান্দিতে অন্যরকম এক বিদায় সংবর্ধনা পেল শিক্ষকা সেলিনা আক্তার ময়মনসিংহের ত্রিশালে অবৈধ ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান নির্বাচন কমিশন সংস্কার করে অতি সত্বর নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ ড. খন্দকার মোশাররফ হোসেন পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১০ দাউদকান্দিতে আইন শৃঙ্খলা কমিটির সভা দাউদকান্দির কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন গার্লস মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দূর্গাপুরে সরকারি জলাশয় জবর দখলের অভিযোগ দাউদকান্দিতে ডঃ মোশাররফ ফাউন্ডেশন কলেজ  নবীনবরণ উৎসব ২০২৪ পালিত।

সঙ্গীতের উৎকর্ষতায় কাজ করছেন এজাজ ফারাহ্

পল্লী ওয়ান নিউজ ডেস্ক।। আপডেটঃ বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ৮:৩৮ অপরাহ্ণ 360 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : কখনও গ্রাফিক ডিজাইন, কখনও ক্ল্যাসিক এ্যানিমেশন, কখনও স্ক্রীপ্ট রাইটিং কত কীই না করেছেন এই কণ্ঠশিল্পী ও সঙ্গীত পারিচালক। কিন্তু মাথায় সঙ্গীতের পোকা কোনকিছুতেই স্থির হতে দেয় নি। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত জনপ্রিয়শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের স্ক্রীপ্ট রাইটার হিসেবে কাজ করেছেন। কাজ করেছেন সেখানে সঙ্গীত প্রযোজক হিসেবে। এখন তিনি নিজ বাসায় হোম স্টুডিওতে সঙ্গীতের কাজই করে যাচ্ছেন প্রচার বিমুখ এই কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক। প্রশ্ন করা হলো, কেন তাকে কোন গণ মাধ্যমেদেখা যায় না। সহজ উত্তর, ‘আমি সেরকম যোগ্য কেউ নই হয়তো তাই কেউ আমাকে ডাকে না অথবা চেনে না তাই হয়তো ডাকে না।’ অথচ ২০০৩ সালেই ঢাকা বেতার আর বাংলাদেশ টেলিভিশনে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভূক্ত হয়েছেন। সে বছর তিনি ঢাকা বেতারে নাট্যশিল্পী হিসেবেও তালিকাভূক্ত হন।

গত দু’বছর হলো বেতারে দু’একটা অনুষ্ঠান পেলেও বাংলাদেশ টেলিভিশনের ডাক পাননি অনেকগুলো বছর।
২০১৯ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকাতেও তিনি কণ্ঠশিল্পী হিসেবে তালিকাভুক্ত হন।

২০১১ সালে জাতির জনক বঙ্গবন্ধু’র ওপর নির্মিত জীবনালেখ্যতে দশটি গানের সঙ্গীত পরিচালনার দায়িত্ব পালন করেন। সেখানে কণ্ঠশিল্পী ছিলেন, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল জব্বার, রথীন্দ্রনাথ রায়, সুবীর নন্দী, শাহীন সামাদ। এছাড়াও ছিলেন কণ্ঠশিল্পী শুভ্রদেব, নাট্যশিল্পী ফজলুর রহমান বাবু, কণ্ঠশিল্পী আবু বকর এবং চ্যানেল আই ক্ষুদে গানরাজ ঝুমা ও এমরান। অনুষ্ঠানটি প্রচার করে যেতে পারেননি আয়োজক বিশিষ্ট নাট্যকর্মী, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী টুকু খান। তিনি দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে ২০১৪ সালে প্রথিবী ছেড়ে চলে যান। অনুষ্ঠান থেকে নেয়া কিছু গান এখন ইউটিউব চ্যানেলে পাওয়া যায়।

বিখ্যাত সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন এর দুটি গানের সঙ্গীত পরিচালনা করার সুযোগ পেয়েছেন তিনি। এছাড়াও জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী সহ অসংখ্য গুণি শিল্পীরা তার সঙ্গীতে গান গেয়েছেন।
কণ্ঠশিল্পী হিসেবে নিজের গানের খোঁজ নিতে চাইলে জানান, আসলে পারিচিত ইউটিউব প্লাটফর্মে গান দিয়ে দেখেছি, ওরা স্টার শিল্পী না হলে প্রচার করে না। তাই নিজের ইউটিউব আর ফেইসবুকেই ছেড়ে দেই। দুই একজন শোনে ওতেই খুশি। নাম প্রকাশ না করার শর্তে জানালেন, আমার একটা গানের বিনিময়ে একটা কোম্পানী পারিশ্রমিকও দিয়েছে কিন্তু কেন যেন গানটি আর প্রচার করলো না। আরেক কোম্পানী একইভাবে পারিশ্রমিক দিয়েছে ঠিকই, কিন্তু মিষ্টির বাক্সের জিাইনের মত করে লিরিক্যাল ভিডিও করে তাদের চ্যানেলে ছেড়েছে। অথচ কথা ছিলো খুব ভালোভাবে প্রচার করবে। পারিশ্রমিক যেহেতু নিয়েছি এখন গান তো তাদের হয়ে গেছে কিছুও বলতেও পারছি না।

আসলে ঘরে স্টুডিও করে গÐিটা ঘরেই তৈরি হয়ে গেছে। খুব দায় না ঠেকলে বাইরে বের হওয়া হয় না। এভাবেই হয়েতো আমার সার্কেলটা খুব কমিয়ে ফেলেছি। আর তার উপরে ইন্টারনেটের যুগ। ক্লায়েন্টগুলো দেশের থেকে প্রবাসীই বেশি। দেশের মিউজিশিয়ানদের কাছে ধোকা টোকা খেয়ে শেষে আমাকে দিয়ে মিউজিক করিয়ে নিচ্ছে আরকি। গান খুব একটা গাওয়া হয়ে ওঠে না তাই, এভাবেই চলে যাচ্ছে।

নিজে গাইবার বেলায় একটু হালকা ক্ল্যাসিক ঢঙএর অথবা হালকা মেলোডিয়াস গানই পছন্দ। কিন্তু মিউজিক করছি একেবারে হিপহপ থেকে শুরু করে ফোক স্টাইল। এই তো বিটিভির গত ঈদ আনন্দমেলার জন্য তিনটা ওরকম গানই বানিয়ে দিলাম। তার আগেরবারও বানিয়েছি। সাফ ফুটবল ২০২২ বিজয়ী মেয়ে ফুটবলারদের অভিনন্দন জানিয়ে একটা গান বানিয়ে নিজেই গেয়েছি। আমার ইউটিউব চ্যানেলে আছে, এই যে লিঙ্ক- যঃঃঢ়ং://ুড়ঁঃঁ.নব/হ৭িৎ৭ৎ৯ঞংউ৪?ষরংঃ=চখগ১য়জকষতওভুঘণণষষঃনীপঙুঊঈ২ঈী-ঢ়পঔবস। কেউ জানেই না হা হাহাহা… আমি এভাবেই নীরবে সঙ্গীতের কাজ করে যেতে চাই।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

admin

আপলোডকারীর সব সংবাদ